,

আজমিরীগঞ্জ নির্বাচনে কলেজছাত্রকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার অপরাধে রিয়াজ উদ্দিন নামে এক কলেজছাত্রকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় এ জরিমানা করা হয়। জানা যায়, ভোট চলাকালে বিকেল সাড়ে ৩ টায় ক্ষিতীশ সরকার পরিচয় দিয়ে কাকাইলছেও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান রিয়াজ। এ সময় তাকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আকুঞ্জী। রিয়াজ একই এলাকার আহাদ মিয়ার ছেলে। তিনি আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মিসবাহ উদ্দিন ভূঁইয়া, বিএনপির এড. সাইদুল আমিন চৌধুরী শিরুল এবং সাবেক চেয়ারম্যান আতর আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আলা উদ্দিন। বড় ধরনের কোন অঘটন ছাড়াই ভোট গ্রহন শেষ হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন্য। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে আজমিরীগঞ্জ সদর, বদলপুর, জলসুখা, শিবপাশা  কাকাইলছেও। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৭ হাজার ৯ শত ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৮৪ জন ও নারী ভোটার ৩৮ হাজার ৮ শত ৮৬ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৪৪টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৩৬টি, ভোটকক্ষ রয়েছে ২৩০টি।


     এই বিভাগের আরো খবর