,

আজমিরীগঞ্জ উপ-নির্বাচনে সমর্থকদের সংঘর্ষে আহত ৫

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় সাংবাদিক শরীফ উদ্দিন পেশোয়ারসহ পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে  র‌্যাব-বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে গতকাল বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৪৪টি ভোটকেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়া, বিএনপি থেকে অ্যাডভোকেট সাইদুল আমিন শিরুল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলা উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৪টি কেন্দ্রে মোট ভোটার ৭৭ হাজার ৯৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৮৪ জন ও নারী ভোটার ৩৮ হাজার ৮৮৬ জন। এদিকে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রতিটি কেন্দ্রে  র‌্যাব-বিজিবির পাশাপাশি রয়েছে পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়া মারা যান। এরপর গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি কূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশনে চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৫ জুলাই এ উপজেলায় উপ-নির্বাচনের তারিখ ধার্য করেন।


     এই বিভাগের আরো খবর