,

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা জোরপূর্বক দখলের পায়তারা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ চৌধুরী’র পুত্র মোঃ জালাল উদ্দিনের পরিবারের জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মুক্তিযোদ্ধার পরিবার। এর আগে এঘটনার জের ধরেই মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা চালিয়ে মহিলাসহ ৩ জনকে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান জালাল উদ্দিন বাদী হয়ে একই গ্রামের মোঃ আকলিছ উল্লার পুত্র মোঃ নুনু মিয়া, সবুজ মিয়া, মতি মিয়া, রতি মিয়া ও আতা মিয়া, মৃত আহাদ মিয়ার পুত্র গয়াছ মিয়া এবং মৃত লন্দুর উল্লার পুত্র তাইফ উল্লাহ’সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা এজাহার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চৌধুরী’র পুত্র জালাল উদ্দিনের পরিবারের সাথে একই গ্রামের প্রতিবেশী মোঃ আকলিছ উল্লার পুত্র মোঃ নুনু মিয়া ও সবুজ মিয়া গংদের দীর্ঘদিন যাবত বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। জালাল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের বসতভিটা ও রেকর্ডভুক্ত জায়াগার উপর দিয়ে প্রতিপ নুনু মিয়া ও সবুজ মিয়া গংরা জোরপূর্বক চলাচল করার চেষ্ঠা করে। নুনু মিয়া ও সবুজ মিয়া গংদের বাড়ির সামনের দিকে চলাচলের নিজস্ব রাস্তা থাকা সত্তেও তারা গত ২৮ মে রোজ সোমবার দুপুরে জালাল উদ্দিনের রাস্তা দিয়ে জোরপূর্বক সিএনজি গাড়ি নিয়া আসার চেষ্ঠা করে। এতে জালাল উদ্দিন বাঁধা প্রদান করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সবুজ মিয়া গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতভিটায় প্রবেশ করে জালাল উদ্দিন ও তার পরিবারের উপর হামলা চালায়। এসময় সবুজ মিয়া জালাল উদ্দিনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপাতে থাকে। সেসময় অতিরিক্ত রক্তরণে সে মাটিতে লুটিয়া পড়ে। তাকে রক্ষা করার জন্য তার ভাই নুনু মিয়া ও তার স্ত্রী জাহানারা বেগম এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে দা দিয়ে কুপিয়ে ও এলোপাতাড়ি পিঠিয়ে রক্তাক্ত করে। সেসময় আশপাশের লোকজন মুমূর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উল্লেখিত আসামীরা প্রভাবশালী হওয়ায় এলাকার বিচার পঞ্চায়েতের ধার ধারেনা। জালাল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করায় অসহায় মুক্তিযোদ্ধা পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবিষয়ে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন ভুক্তভোগী পরিবার।


     এই বিভাগের আরো খবর