,

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়নের দাবি

সময় ডেস্ক ॥ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ বিষয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ চান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।  দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান
ঐক্য পরিষদের নেতারা। তারা বলেন, ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংসদে গৃহিত হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বেশ কিছু ইতিবাচক সংশোধনী এলেও এখন পর্যন্ত ভুক্তভোগী মালিকদের কেউ তাদের সম্পত্তি ফেরত পায়নি। তারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পার্বত্য ভূমি বিরোধ অবসানের মাধ্যমে পার্বত্য শান্তিচুক্তির যথার্থ বাস্তবায়নে যে অশুভ মহল বাধা সৃষ্টি করে চলেছে, সেই চক্রান্তকারী মহল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে ভূমির মালিকদের আইনি অধিকার প্রতিষ্ঠায় একই পথ গ্রহণ করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, সরকারি হিসেব অনুযায়ী ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি  প্রত্যর্পণের আবেদন ট্রাইব্যুনালে ১ লক্ষ ৬২ হাজার দায়ের হলেও এখন পর্যন্ত আপিল ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে মাত্র ১০ হাজার। ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে এ ধীরগতি অব্যাহত থাকলে ভুক্তভোগীদের আবেদনের সুরাহা হতে আরও অর্ধশত বছর অপেক্ষা করতে হবে। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, আপীল ট্রাইব্যুনালে নিষ্পত্তির পরপর ভূমির প্রকৃত মালিকদের আইন অনুযায়ী প্রত্যর্পনের দায়িত্ব জেলা প্রশাসকদের থাকা সত্ত্বেও হাইকোর্টে রিট করার অজুহাতে বছরের পর বছর তারা আইনের প্রতি বৃদ্ধাংগুলি দেখিয়ে এসেছে। নেতৃবৃন্দ বলেন, গত  ৩রা এপ্রিল এ ব্যাপারে ইতিবাচক পরিপত্র আইন মন্ত্রণালয় থেকে জারির পর গত ২০শে এপ্রিল ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে এ পরিপত্রের আইনি দিক পরীক্ষা নীরিক্ষা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব ড. ফারুক আহমেদের পত্র আমলাতান্ত্রিক চক্রান্তের সর্বশেষ পদক্ষেপ। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চের প্রদত্ত রায়কে ‘যুগান্তকারী’ ও ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করে অনতিবিলম্বে এরই আলোকে যাবতীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে এ রিট আবেদন নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের সরকারের ভেতর সরকারের অবস্থানকে গোটা জাতির সামনে দৃশ্যমান করে, যা দু:খজনক। সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০শে আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ঘোষণা করেন। সমাবেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় আরো বক্তব্য দেন ঐক্য পরিষদ নেতা বাসুদেব ধর, জে এল ভৌমিক, জয়ন্ত কুমার দেব প্রমুখ।


     এই বিভাগের আরো খবর