,

আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পযন্ত একটানা ভোট গ্রহনের মাধ্যমে সুষ্ট ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে দাতা সদস্য প্রতিনিধি হিসাবে হাজী মোঃ সুহুল আমীন আনারস প্রতীকে ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদন্দ্বি হাজী আতাউর রহমান মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৭ ভোট এবং ডাঃ মুজিবুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ৮ ভোট। কলেজ শাখায় মোঃ তোফাজ্জুল হোসেন মোটর সাইকেল প্রতীকে ১ শত ১০ ভোট পেয়ে অভিভাবক সদস্য প্রতিনিধি হিসেবে ১ম স্থানে বিজয়ী হয়েছেন, ২য় হয়েছেন মোঃ গিয়াস উদ্দীন তিনি ঘড়ী প্রতীকে ৮১ ভোট পেয়েছেন। স্কুল শাখায় মোঃ আব্দুস সালাম চেয়ার প্রতীকে ৪ শত ২৭ ভোট পেয়ে অভিভাবক সদস্য প্রতিনিধি  পদে ১ম স্থান এবং সিনিয়র সাংবাদিক এম.এ আহমদ আজাদ ফুটবল প্রতীকে ৩ শত ২৩ ভোট পেয়ে ২য় স্থানে নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ মোতচ্ছির খান মোরগ মার্কায় পেয়েছেন ২২০ ভোট। সংরক্ষিত  মহিলা সদস্য হিসাবে মোছাঃ শামীমা আক্তার গোলাপ ফুল প্রতীকে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাবানা বেগম কলস প্রতীকে পেয়েছেন ১৬ ভোট। নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ সাদেক হোসেন নির্বাচনের ফলাফল বিকাল সাড়ে ৫টায় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু’র হাতে তুলে দিলে এমপি মুনিম চৌধুরী বাবু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানসহ শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকাল থেকেই আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও আনসার সদস্যগণ সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন। এতে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয় উক্ত নির্বাচন।


     এই বিভাগের আরো খবর