,

হবিগঞ্জে ভূয়া ডাক্তার মমতাজের ভুল চিকিৎসায় বানিয়াচঙ্গের গৃহবধুর মৃত্যু

সজিব ইসলাম ॥ হবিগঞ্জ শহরের বিভিন্নস্থানে ব্যাঙের ছাতার মত হাতুড়ে ও হারবাল ডাক্তারদের উপদ্রব বেড়েছে। সম্প্রতি ভ্রাম্যমান আদালত তাদেরকে আটক করে জরিমানাসহ কারাগারে প্রেরণ করলে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে ফের এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা ডাক্তার না হয়েও সাইনবোর্ডে ডাক্তার পদবী ব্যবহার করছে। গতকাল সোমবার দুপুরে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার কথিত হাতুড়ে ডাক্তার মমতাজ বেগম রিনার ভুল চিকিৎসায় তুলনা বেগম (২৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত তুলনা বেগম বানিয়াচং উপজেলার রঘু চৌধুরীপাড়া গ্রামের নেপাল প্রবাসী রুবেল মিয়ার স্ত্রী। তুলনার স্বজনরা জানান, একমাস পূর্বে প্রসুুতি ব্যথা উঠলে তুলনাকে ওই কথিত ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক চেষ্টার পরও ব্যর্থ হলে তুলনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে সিজারের মাধ্যমে তুলনা একটি মৃত নবজাতকের জন্ম দেয়। বাড়িতে যাওয়ার কিছুদিন পর তুলনা অসুস্থ হয়ে পড়লে তুলনার স্বজনরা পুনরায় কথিত ডাক্তার মমতাজের নিকট যায়। সে জানায়, সিজারের সেলাই খোলে গেছে। পুনরায় সেলাই দিতে হবে। তার কথামত স্বজনরা রাজি হলে তুলনাকে হাতুড়ে ডাক্তার ইনজেকশন পুশ করে ফের সেলাই করে। সেলাইয়ের ঘন্টাখানেক পরও তার জ্ঞান না ফেরায় তুলনার স্বজনরা চেচাঁমেচি শুরু করে। এক পর্যায়ে ওই ডাক্তার সটকে পড়ে। তড়িগড়ি করে তুলনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ভুল চিকিৎসায় এ রকম ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে কথিত ডাক্তার মমতাজকে খোঁজে পাওয়া যাচ্ছে না। সরেজমিন মমতাজের চেম্বারে তার খোঁজে গেলে আশপাশের বাসিন্দারা জানান, ঘটনা ঘটিয়েই তল্পিতল্পা নিয়ে পালিয়েছে মমতাজ। এরপর থেকে তার চেম্বার তালাবদ্ধ রয়েছে। মোবাইলেও তাকে পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, মমতাজ দীর্ঘদিন ধরে ওই এলাকার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। ইতোপূর্বে ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করলে কিছুদিন সে তার চিকিৎসাবিদ্যা বন্ধ রাখে। সম্প্রতি ভূয়া ও হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান কমে যাওয়ায় মমতাজের পাশাপাশি অন্যরা সক্রিয় হয়ে উঠেছে।


     এই বিভাগের আরো খবর