,

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য প্রচার

সময় ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৬৩ লাখ ১৯ হাজার টাকা। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতর বাস্তবায়নাধীন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ
শীর্ষক প্রকল্পের আওতায় ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামে আউটরিচ প্রোগ্রাম সম্পাদনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে উপস্থাপিত তথ্য সচিব আবদুল মালেক স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পটি গত ৩ এপ্রিল একনেকে অনুমোদিত হয়। ৫৯ কোটি ৬৩ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৮ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ নভেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে। এতে আরও বলা হয় এ প্রকল্পের আওতায় ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের সুফল দেশের তৃণমূল পর্যায়ে তুলে ধরা হবে। এগুলো হলো- একটি বাড়ি একটি খামার, আশ্যয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যূৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধি। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করা হবে।


     এই বিভাগের আরো খবর