,

খেলাধুলা মানুষকে সুস্থ রাখার পাশাপাশি অপরাধ থেকে দূরে রাখে -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ খেলাধুলা মানুষকে সুস্থ রাখার পাশাপাশি যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে। তাই ছাত্রছাত্রীকে লেখাপড়ার পাশাপাশি শরীর সুস্থ রাখতে খেলাধুলাও করতে হবে। হবিগঞ্জ জেলা আধুনিক স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সাইফ পাওয়ার ব্যাটারী ১ম বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতার উদোবাধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি আবু জাহির এসব কথা বলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহীদুর রহমান লাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ফরিদ উদ্দিন আহমেদ, নূরুল হক, আব্দুল হান্নান, জয়নাল আবেদীন, আসাদুজ্জামান, শফিকুজ্জামান হিরাজ, হুমায়ুন কবির শাহেদ, মঈন উদ্দিন তরফদার সাচ্চু, আব্দুল মোতালিব মমরাজ, শাহ ফখরুজ্জামান, সেকুল আহমেদ, মনির আহমেদ সুমন। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও ১ম বিভাগ ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব মহিউদ্দিন চৌধুরী পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১ম বিভাগ ফুটবল লীগ পরিচালনা কমিটির আহবায়ক ছালেহ্ আহমেদ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নুরপুর ইয়াং টাইগার বনাম এ. জে ক্লাব হবিগঞ্জ। খেলায় একে কাব ১-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ফেরদৌস আহমেদ, নূরুল হক, আনোয়ার হোসেন ও আশিকুর রহমান। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। প্রসঙ্গত, দীর্ঘ ৩ বছর পর পুনরায় ফুটবল লীগ শুরু হয়েছে। ফলে ক্লাবগুলোর মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসছে।


     এই বিভাগের আরো খবর