,

সারাদেশে ২৭১টি কলেজসহ সরকারি হল নবীগঞ্জ কলেজ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ নবীগঞ্জ কলেজকে গতকাল ১২/০৮/২০১৮ খ্রিঃ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর উপ-সচিব নাছিমা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নবীগঞ্জ কলেজ কে সরকারিকরণ করা হয়েছে। গত গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৭১টি কলেজকে সরকারিকরণের জন্য চূড়ান্ত অনুমোদন দেন এবং বিগত ০৮/০৮/২০১৮ খ্রিঃ তারিখ থেকে প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করা হয়েছে মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়। কলেজটি সরকারিকরণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু সহ সংশ্লিষ্ট সবার প্রতি নবীগঞ্জ কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। উল্লেখ্য যে, নবীগঞ্জ কলেজটি ১৯৮৪ খ্রিষ্টাব্দে নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর