,

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আলী আরজদ ॥ গতকাল রবিবার নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার বিভিন্ন পাবলিক পরীক্ষায় নজরকাড়া ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ‘মেধা পুরস্কার’ প্রদান এবং অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক হাফেজ মাও: লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, পরিচালনা কমিটির সদস্য নাসির আহমদ চৌধুরী, আজিজুর রহমান, মাস্টার আব্দুল মালিক চৌধুরী, আক্কাছ আলী, মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, শিক্ষক সোহেল আহমদ, মাওঃ মুফতী শফিকুল ইসলাম, মাওঃ আব্দুল মান্নান, শামীম আহমদ তালুকদার, অভিভাবক হিসেবে বক্তব্য পেশ করেন ৯নং বাউশা ইউপির সাবেক মহিলা সদস্য মরিয়ম আক্তার। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান কালন, জাকারিয়া আহমদ চৌধুরী আজাদ, তরুণ শিক্ষানুরাগী সমাজ সেবক সৈয়দ শামসুল ইসলাম, মাদরাসার সাবেক সুপার (ভারপ্রাপ্ত) হাফেজ মাহমুদ হোসাইন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েও দারুল হিকমাহ’র ধারাবাহিক উন্নতি প্রমান করে নিজেরা আত্মপ্রত্যয়ী হলে কোনরূপ প্রতিকুলতাই উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনা। তিনি দারুল হিকমাহ’র উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। মাদরাসার ইবতেদায়ী সমাপনী পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত ৯ জন, জেডিসি পরীক্ষায় ১৩ জন বৃত্তিপ্রাপ্তসহ বিভিন্ন পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জনকারী মোট ৪৭ জন শিক্ষার্থীকে মেধা-পুরস্কার প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর