,

নতুন নোট পেতে বায়োমেট্রিক ছাপ

সময় ডেস্ক ॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় এই নতুন নোট বিনিময শুরু হয়েছে। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে নতুন টাকা বিনিময় হচ্ছে। ১০, ২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হচ্ছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) নতুন নোট নিতে পারবেন সাধারণ মানুষ। অন্যদিকে এবারই প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন টাকা দেয়া হচ্ছে। নতুন টাকা পেতে গ্রাহকদের দিতে হচ্ছে আঙুলের ছাপ। একজন গ্রাহক ঈদের আগে যাতে একবারের বেশি নতুন নোট বিনিময় করতে না পারে সে কারণেই এ ব্যবস্থা। নতুন নোট বিনিময় শুরুর প্রথমদিন সরেজমিনে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যলয়ে গিয়ে দেখা গেছে, গ্রাহকরা বায়োমেট্রিক পদ্ধতিতে টোকেন সংগ্রহ করছেন। এরপর সিরিয়াল অনুযায়ী নতুন নোট সংগ্রহ করছেন তারা। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ঈদ উপলক্ষে সকাল থেকে নতুন নোট বিনিময় শুরু হয়েছে। তবে আজকে প্রথমদিন হওয়ায় গ্রাহকের উপস্থিতি কম। ঈদের দিন যত সামনে আসবে গ্রাহক তত বাড়বে। বায়োমেট্রিক পদ্ধতিতে টাকা দেয়ার কারণে সবাই সমান হারে টাকা নিতে পারছে। একজন গ্রাহক ঈদের আগে একবারের বেশি নতুন নোট বিনিময় করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি। যেসব ব্যাংকের শাখায় নতুন টাকা পাওয়া যাচ্ছে- ন্যাশনাল ব্যাংক যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখা, সোস্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোডের কর্পোরেট শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, মালিবাগ চৌধুরীপাড়ার শাহজালাল ইসলামী ব্যাংক শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা এবং রূপালী ব্যাংকের মহাখালী শাখা।


     এই বিভাগের আরো খবর