,

মরা খোয়াই নদীতে মাছ ধরার মহোৎসব

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহরের মরা খোয়াই নদী নামে খ্যাত জলাশয়ে গোসল করতে যান গুচ্ছ গ্রামের জনৈক বাসিন্দা। এ সময় একটি রুই মাছ তার উপর লাফ দিয়ে পড়ে। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে একটি জাল নিয়ে নদীতে মাছ ধরতে শুরু করেন। পরোক্ষনেই আরো কয়েকজন ওই জলাশয়ে রুই, কাতলা ধরে শার্ট-পাঞ্জাবী খুলে ব্যাগ আকৃতি করে ভড়তে লাগলেন। এরপরই বড়াইল, হাতুন্ডা, গাংপাড়, সিংপাড়া, গুচ্ছগ্রামসহ আশ-পাশের নারী-পুরুষ থেকে শুরু করে শিশু পর্যন্ত জাল, পলো, টেলা জাল, বদনা, টুকরী, উড়ানী জাল দিয়ে যে যেভাবে পাড়ে মাছ শিকারে ঝাঁপিয়ে পড়ে। কার জলাশয়? কার মাছ, কে ধরছে? কারা নির্দেশ দিচ্ছে এমন কিছুর বালাই নেই। মুহুর্তেই শ’ শ’ মৌসুমী মাছ শিকারীর মহোৎসব দেখা দেয়।


     এই বিভাগের আরো খবর