,

হবিগঞ্জে গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

 

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে গভীর শ্রদ্ধায় পালন করা হয়েছে জাতীয় শোক দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক
সংগঠন, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি এড. আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম বার, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপ-সচিব মোঃ সফিউল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পিপি এড. সিরাজুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. লুৎফুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর আওয়ামীলীগ সভাপতি এড. নিলাদ্রী শেখর টিটু, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমূখ। পরে পৃথকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসন কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। সকাল ১০টায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বিনামূল্যে সুচিকিৎসা প্রদান ও রক্তদান কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ১০টায় একই স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যুব ঋণ বিতরণ করা হয়। স্ব স্ব প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। শহরের প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া মসজিদ, মন্দির, গীর্জা, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, এতিমখানা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্র কুরআন খতমসহ বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ্-নাত প্রতিযোগিতার আয়োজন করে।


     এই বিভাগের আরো খবর