,

চুনারুঘাটের হিমালিয়া বাজারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হিমালিয়া বাজারে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ১৫ আগস্ট বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হিমালিয়া বাজারে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সকাল ১১টায় হিমালিয়া বাজারে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাংবাদিক ফারুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুছ ছামাদ আজাদ মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র/ছাত্রী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এছাড়া পবিত্র কোরআন খতম ও স্থানীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসকল কর্মসূচির মধ্য দিয়ে চুনারুঘাটের হিমালিয়া বাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর