,

চুনারুঘাটে হাতি দিয়ে চাঁদাবাজি বিড়ম্বনায় সাধারণ মানুষ

চুনারুঘাট প্রতিনিধি ॥ অভিনব উপায়ে চুনারুঘাট পৌর শহরে হাতি দিয়ে চাঁদাবাজি করছে প্রতারকরা। এই হাতির কারণে পৌর শহরে যানজট বাড়ছে। বিড়ম্বনায় পড়েছে পৌর শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। গতকাল  শুক্রবার হাতি তার শুড়দিয়ে এমনভাবে মানুষকে ধরছে ও যানবাহন আটক করছে যে ইচ্ছার বিরুদ্ধে হাতিকে টাকা দিতে বাধ্য হচ্ছে। চুনারুঘাট পৌর শহরে কেনা কাটা করতে আসা রিনা আক্তার জানায়, তিনি হাতিকে টাকা দিতে বাধ্য হয়েছেন। কারণ হাতি তাকে শুড়দিয়ে চেপে ধরছে। টাকার না দিলে হাতি মানুষকে ছাড়ছেনা। টাকা দিলে হাতিটি টাকা নিয়ে ছেড়ে দিয়ে তার পিঠের উপরে বসে থাকা মাহুতকে শুড় উচিয়ে টাকা দিয়ে দিচ্ছে। যা চাঁদাবাজীর সামিল। পৌর শহরের ব্যবসায়ী জয়নাল মিয়া জানায়, হাতি দোকানের সামনে এসে দাড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকতে সাহস পায়না। এ কারণে বিড়ম্বনা এড়াতে আমরা বাধ্য হয়ে হাতির কাছে টাকা দিয়ে দেই, যাতে করে হাতি তাড়াতাড়ি দোকানের সামনে থেকে চলে যায়। এছাড়াও হাতি শহরে প্রবেশ করে আরো যানজট বাড়িয়ে দিচ্ছে। ভোগান্তিতে পড়ছে মানুষ। প্রশাসন থেকেও কোন বাধা দেয় না। ফলে তারা যত্রতত্র বিচরণ করে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে।


     এই বিভাগের আরো খবর