,

দেওতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাকের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

রাজন আহমেদ ॥ নবীগঞ্জ ফেব্র“য়ারী ২৪,”নিরাপদ সড়ক আমাদের অধিকার বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদে সড়ক পারাপার ও পথ চলায় জনচেতনতা সৃষ্টি করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসুচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিট এর আয়োজনে আজ মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার দেওতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের ৪র্থ ও ৫ম শ্রেনীর মোট ১১০ জন ছাত্রী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করা ছাড়াও শিক্ষার্থীরা মহড়ার মাধ্যমে নিরাপদে পথ চলা ও রাস্তা পারাপারের বিভিন্ন কলাকৌশল রপ্ত করে। পরে সড়ক নিরাপত্তা বিষয়ক ডকুমেন্টারী ফিল্ম প্রদশর্তি হয়। স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী থেকে সড়ক নিরাপত্তা বিষয়ে জ্ঞান লাভ করে। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুকিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: কনর মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আহমদ আজাদ, হাজী পীর আলী, সদস্য, স্কুল ম্যানেজিং কমিটি। অনুষ্ঠানে নিরাপদ সড়ক বিষয়ক মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের বিভাগীয় সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী। অনুষ্ঠান শেষে ¯ু‹লের প্রধান শিক্ষক প্রতিযোগিতায় জয়ী ১ম-ফাতেমা আক্তার, ২য়-তামান্না আক্তার, ৩য়-মার্জিয়া আক্তার সহ মোট ১০ জন ছাত্র-ছাত্রীকে পুরষ্কার প্রদান করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের প্রাায় ২৯০ ছাত্রী সড়ক নিরাপত্তা বিষয়ক ডকুমেন্টারী ফিল্ম ও উপভোগ করে এবং নিরাপদে পথ চলার অঙ্গিকারে শপথ গ্রহন করে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র স্কুলের সহকারী শিক্ষক রতœা রানী দাস, সোমা আক্তার, স্মৃতি রানী দাস এবং ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের যোগাযোগ কর্মী কল্যানব্রত চাকলাদার এবং শমসের উদ্দিন। সংশ্লিষ্ঠ প্রকল্পের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী জানান ব্র্যাকের এই কর্মসুচী বাংলাদেশের ১১ টি জেলার ২১ টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।


     এই বিভাগের আরো খবর