,

আলমপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, স্বাধীনতা লাভের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যখন দেশ গঠনের কর্মসূচি ঘোষণা করেন, ঠিক সেই মুহূর্তে দেশীয় ও আন্তর্জাতিক সা¤্রাজ্যবাদী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। হত্যাকারীরা মনে করেছিল, ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশ থেকে স্বাধীনতার চেতনাকে ধ্বংস ও তাঁর নাম মুছে ফেলা যাবে। কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ। তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান এসব কথা বলেছেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও যুবলীগের প্রচার সম্পাদক রিপন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উল্লা শ্রম বিষয়ক সম্পাদক সজীব আলী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, ৭নং বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিবুর রহমান, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, শচীন্দ্র কলেজের প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক গৌতম সরকার।


     এই বিভাগের আরো খবর