,

বিভিন্ন স্থানে হবিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক রূপকের গণসংযোগ ও জনসভা

নিজস্ব প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দৈনিক আমার সংবাদ এর যুগ্ম সম্পাদক সাংবাদিক আফসার আহমেদ রূপকের সমর্থনে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঈদ পরবর্তী গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগষ্ট বানিয়াচং সদরের কালিদাসটেকা, মোহাম্মদপুর গ্রামের ঘরে ঘরে গণসংযোগ এবং কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজার ও কাগাপাশা বাজারে জনসভা অনুষ্ঠিত হয়। একই তারিখ রাতে উপজেলা সদরের ইনাতখানী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ২৪ আগষ্ট দৌলতপুর ইউনিয়নের কাদিরগঞ্জ বাজার ও চক বাজারে জনসভা, ২৫ আগষ্ট আজমিরীগঞ্জের পিরোজপুর গ্রামে গণসংযোগ এবং জলসুখা বাজার ও নোয়াগড় বাজারে জনসভা, ২৬ আগষ্ট বানিয়াচংয়ের তারাসই গ্রামে গণসংযোগ এবং আজমিরীগঞ্জের শিবপাশা বাজারে জনসভা ও বানিয়াচং সদরের জাতুকর্ণপাড়া ৩ মহল্লাবাসীর সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল ২৭ আগষ্ট বানিয়াচং বড়বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এলাকার নারী-পুরুষ সাংবাদিক রূপকের সাথে সামিল হয়ে গণজোয়ার সৃষ্টি করেন। জনসভাগুলোতেও ব্যাপক জনসমাগম হওয়ায় জনসমুদ্রে রূপ নেয়। জনসভা সমূহে সাংবাদিক রূপক ছাড়াও বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারী ইমদাদুল হোসেন খান, আজমিরীগঞ্জের ছোটন মিয়া, বানিয়াচংয়ের কবি আজিজুল হক, কবি এমআর ঠাকুর, ছাব্বির আহমেদ চৌধুরীসহ উপকারভোগী লোকজন এবং রূপক হেল্পক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। জনসভাগুলোতে সাংবাদিক রূপক তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগণ স্বতস্ফুর্তভাবে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় এবং পাড়ায় পাড়ায় যেভাবে রূপক হেল্পক্লাব গঠন করে কাজ করছেন তাতে বুঝা যাচ্ছে নির্বাচনে আমি বিজয়ী হবই। এই জনজোয়ার কেউ রূখতে পারবেনা। উল্লেখ্য, সাংবাদিক রূপক বিগত প্রায় ১৫/১৬ বছরে বানিয়াচং-আজমিরীগঞ্জের কয়েক হাজার মানুষকে ঢাকার বড় বড় হাসপাতালে বিনা খরচে ও স্বল্প খরচে জটিল রোগের অপারেশন বা চিকিৎসা করিয়েছেন। এছাড়া দেশে-বিদেশে যেকোন স্থানে বিপদ-আপদে পড়ে অসংখ্য মানুষ সাংবাদিক রূপকের কাছে সাহায্যপ্রার্থী হয়ে বিপদমুক্ত হয়েছেন। এসব কারণে দিনে দিনে বানিয়াচং-আজমিরীগঞ্জে সাংবাদিক রূপকের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে সাংবাদিক রূপকের কাছ থেকে উপকার পাওয়া এসব লোকজন কেন্দ্র দখলে বাঁধা প্রদান ও জালভোট প্রতিরোধ করায় ওইসব কেন্দ্রগুলোতে সাংবাদিক রূপক বিজয়ী হন। আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে এমন অবস্থা তৈরী করতে গ্রামে গ্রামে রূপক হেল্পক্লাব গঠন করছেন উপকারভোগীসহ জনসাধারণ। আজ ২৮ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিস প্রাঙ্গনে সাংবাদিক রূপকের সমর্থনে আরও একটি জনসভা হবে। এতে এলাকার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সাংবাদিক রূপক।


     এই বিভাগের আরো খবর