,

হবিগঞ্জে কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ জেলা নজরুল একাডেমীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, অধ্যক্ষ জাহানারা খাতুন ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুজ জাহের, এডিসি ফজলুল জাহিদ পাবেল, অধ্যক্ষ আলী আজগর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপাধ্যক্ষ মোঃ হারুন মিয়া, অ্যাডভোকেট মুরলী ধর দাস, প্রভাষক গৌতম সরকার, আমজাদ হোসেন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোজাহিদুল ইসলাম। গীতা থেকে পাঠ করেন শংকর অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমী সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ। কবিতা আবৃত্তি করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লুৎফুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বক্তাগণ বলেন কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার উজ্জল নত্র। একজন মানুষ হিসেবে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহন করলেন আবার মারাও গেলেন। জন্ম-মৃত্যুর এই সময়ের মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে তিনি আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন। কাজী নজরুল আমাদের মাঝে অমর হয়ে রইলেন অসাম্প্রদায়িক চেতনার মানবতার কবি, মানুষের কবি হিসাবেই। কবির সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী মিন্টু।


     এই বিভাগের আরো খবর