,

হবিগঞ্জে সিন্ডিকেটের মাধ্যমে গাছ বিক্রির অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের কোরেশনগরে অবস্থিত সহকারী পোষ্ট মাস্টার জেনারেল এর কার্যালয়ের বেশ কয়েকটি গাছ নামে মাত্র নিলাম দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। চলছে নানান আলোচনা ও সমালোচনার ঝড়। তবে সহকারী পোষ্ট মাস্টার জেনারেল এর কার্যালয়ের কর্মকর্তারা বলছেন নীয়ম নীতি মেনেই গাছ গুলো টেন্ডারের মাধ্যমে দরপত্র আহব্বান করে বিক্রি করা হয়েছে। জানা যায়, শহরের কোরেশনগরে সহকারী পোষ্ট মাস্টার জেনারেল এর কার্যালয় হবিগঞ্জ বিভাগ, হবিগঞ্জ ৩৩০০ অবস্থিত। কার্যালয়ের পার্শ্ববর্তী বেশ কয়েকটি গাছ গত বৈশাখে ঝড়ের কবলে পড়ে ভেঙ্গে যায়। এক পর্যায়ে সেই গাছসহ আরও কয়েকটি বৃহৎ আকারের গাছ কাটার সিদ্ধান্ত নেয় পোষ্ট মাস্টার জেনারেল এর কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, সরকারী গাছ কর্তণ করতে হলে বন বিভাগ, পৌর সভা ও দরপত্র আহব্বান এর বিজ্ঞপ্তি প্রকাশসহ নানান নিয়ম কানুন রয়েছে। কিন্তু এসব নিয়ম কানুনের তোয়াক্কা না করে সহকারী পোস্ট মাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী নিজ ইচ্ছেমত নামে মাত্র একটি দরপত্র টেন্ডারের নোটিশ নিজ কার্যালয়ের ভেতরে টানিয়ে রাখেন। স্থানীয়রা আরও অভিযোগ করে জানান, সহকারী পোস্ট মাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী নিজেই চতুরতা দেখিয়ে তার নিজের লোকবল নিয়ে নামে মাত্র নিলামে কম দামে গাছগুলো ক্রয় করে তিনি তার ভাগ হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে সহকারী পোস্ট মাস্টার জেনারেল সুজিত চক্রবতীর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করে জানান, সরকারী নীয়মনীতি মেনেই ৩টি গাছ বিক্রি করা হয়েছে। তবে গাছ গুলো বিক্রির আগে বন বিভাগ বা পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছেন কি না তা জানতে চাইলে এর কোন সদোত্তার দিতে পারেননি তিনি।


     এই বিভাগের আরো খবর