,

আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে শহরে বিকট শব্দে ট্রাক্টর চলাচল ॥ আটক ১

সজিব ইসলাম ॥ হবিগঞ্জ শহরে আইন শৃঙ্খলা কমিটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহরে বিকট শব্দে দিনে দুপুরে ট্রাক্টর, ট্রাক চলাচল করছে। এতে পুলিশ পড়েছে বিপাকে। আটক করলেও বিপদ, না করলেও বিপদ। গতকাল বুধবার বিকেলে বিকট শব্দে শহরের কোর্ট স্টেশন এলাকায় ট্রাক্টর চলাচলের সময় সদর এস.আই ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশ ওই ট্রাক্টরটিসহ চালককে আটক করেন। আটককৃত চালক শহরের কামড়াপুর এলাকার জ্যোতি লাল কুরির পুত্র মিঠু কোরি (২৫)। উল্লেখ্য আইন শৃঙ্খলা কমিটির সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় শহর দিয়ে ট্রাক্টর চলাচল করতে পারবে না। কিন্তু এই আদেশ উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল দিনে দুপুরে বিকট শব্দে প্রধান সড়ক দিয়ে ট্রাক্টর চালাচ্ছে। এতে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। নাম না প্রকাশে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ট্রাক্টর ও ট্রাক আটক করলেও প্রভাবশালী মহল ছাড়িয়ে নেয়। এতে আমাদেরকে অসুবিধায় পড়তে হচ্ছে। গাড়ি আটক করলেও বিপদ না করলেও বিপদ। এব্যাপারে এসআই ইকবাল বাহার জানান, বিকট শব্দে ওই এলাকা দিয়ে ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। আমার অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর