,

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু’র ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা অুনষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শোক সভার আয়োজন করা হয়। বানিয়াচং উপজেলার দৈলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সারোয়ার মিয়ার পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিবিয়ানা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শেখ ফরিদ আহমেদ। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য বঙ্গবন্ধু উলামা পরিষদের সিলেট বিভাগীয় সভাপতি ও বাংলাদেশ কারগোটলার বালহেট শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল মান্নান মিয়াজী। উক্ত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ মলাই মিয়া, গোলাম রব্বানী, বাচ্চু মিয়া, সাইদুর রহমান, আইয়ুব আলী, কৃষকলীগ নেতা লেয়াখত আলী প্রমূখ। সভায় প্রধান অথিতি তার বক্তব্যে শেখ ফরিদ আহমেদ বলেন আওয়ামী সরকার উন্নয়নের জোয়ার ভাসিয়ে দিয়েছে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে পূনরায় নির্বাচিত করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মিয়াজী বলেন- শেখ হাসিনার সরকার বারবার দরকার। বঙ্গবন্ধুর স্বপরিবারের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এড. আব্দুল মজিদ খানের দ্বারা বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নের রূপ ধারণ করেছে। সব ক্ষেত্রে যেমন শিক্ষা, রাস্তা, বাজার, মসজিদ, মন্দির, গির্জা, কৃষি ফলন, বয়স্ক ভাতা, বিধাব ভাতা, মাতৃ ও শিশু ভাতা, একটি বাড়ি একটি খামার, বিজিএফ কার্ডসহ সকাল উন্নয়নের জোয়ার উঠেছে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে পূনরায় নির্বাচিত করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বি-বাড়িয়া জেলার নাসির নগরের ইতিহাস ধরে তুলেন ও লতিফ সিদ্দিকীর ঘটনা ও তুলে ধরেন। সিলেট ও আজমিরীগঞ্জের নির্বাচনে যে সুষ্ট নির্বাচন হয়েছে তার ঘটনাও তিনি তুলে ধরেন। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচন সুষ্ট করবে। তাই নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্র রক্ষা করার জন্য তিনি তাদেরকে আহ্বান জানান। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, জোর করে ভোট আদায় করা যায় তাই ভালবাসা দিয়ে ভোট আদায় করতে হয়’। সর্বশেষে শেখ হাসিনার সুদীর্ঘ হায়াত কামনাসহ বঙ্গন্ধুর আত্মার মাগফেরাত কমনা করে শহিদ মিনারে ফুল দিয়ে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর