,

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে-এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মজিদ খান এমপি বলেছেন , ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে কলঙ্কজনক রাজনীতির অধ্যায় সূচিত হয়েছিল। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে সেই কলঙ্ক মুছে ফেলা শুরু হয়েছে। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করে ফেলবে। কিন্তু তাদের এই ধারণা মিথ্যা এবং ভুল প্রমাণিত হয়েছে। আজকের বাংলাদেশ এবং আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বিশ্বে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শোক সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীরা এখনও বিদেশের মাটিতে পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে আইনী লড়াইয়ের মধ্য দিয়ে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এড. সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আলমগীর চৌধুরী, সহ-সভাপতি মোঃ আরব আলী, শেখ সামছুল হক, মোঃ শরীফ উল্লা, এড. সালেহ উদ্দিন, জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজ আলী, এড. আফিল উদ্দিন,  এড. আতাউর রহমান, সেলিম চৌধুরী, এড. হুমায়ন কবির সৈকত, অনুপ কুমার দেব মনা, মোঃ আলমগীর খান,  এড. শাহ ফখরুজ্জামান, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, এড. আব্দুল মোছাব্বির বকুল, মোস্তফা কামাল আজাদ রাসেল, সৈয়দ কামরুল হাসান, এড. এম আকবর হোসেইন জিতু, এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিুটু, এহিয়া চৌধুরী, রেবা চৌধুরী, বিপ্লব রায় চৌধুরী, মুকিদুল ইসলাম মুকিদ, মহিবুর রহমান মাহী,  মাছুম বিল্লাহ, জুবায়ের আহমেদ পারভেজ। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আমিনুল হক। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যবর্গসহ ১৯৭৫ সালে নির্মম হত্যাকান্ডের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর