,

নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে গতকাল সোমবার পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সকাল ৯ টায়  মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে পুনরায় আখড়ায় এসে সমাপ্ত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রায় অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু। অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসমানী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, সুবিনয় কর, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক রঙ্গলাল রায়, পুজা উদযাপন কমিটির সাবেক অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, গৌতম রায়, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল প্রমূখ। জন্মাষ্টমীর শোভাযাত্রায় বর্নিল সাজসজ্জায় কৃষ্ণ বলরাম সাজিয়ে শহর প্রদনি ছিল নজরকাড়ার মত। এতে উপজেলা পুজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘ, উপজেলা সৎসঙ্গ, ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, ইউনিয়ন পুজা উদযাপন পরিষদসহ বিভিন্ন গ্রামের বিভিন্নমসংগঠনের সহস্রাধিক লোকজন অংশ গ্রহন করেন।


     এই বিভাগের আরো খবর