,

গরীব দুঃখির মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয় নবীগঞ্জে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

মইনুল ইসলাম ॥ “গরীব দুঃখির মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অসহায় ও দরিদ্রদের সরকারীভাবে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের অধিনস্থ লিগ্যাল এইড কমিটি নবীগঞ্জ উপজেলা শাখার মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলা হল রুমে নবীগঞ্জ উপজেলা পরিষদ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কো-অর্ডিনেটর মোঃ মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, ব্র্যাক ওয়াশ কর্মকর্তা মিজবাহ উদ্দিন। এ সময় উপজেলা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা, নির্বাচন অফিসার মোঃ নাজমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সভাপতি মুজাহিদ আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ ফিরোজ মিয়া, ইসলামি ফাউন্ডেশন নবীগঞ্জ এর পরিচালক মোঃ সোলেমান, উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম মাওঃ আব্দুল আউয়াল ও মইনুল ইসলাম প্রমূখ।


     এই বিভাগের আরো খবর