,

হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্থানীয় শ্রীশ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মোঃ আকরাম হোসেন, ইসকন অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী, শ্রীশ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এড. পূণ্যব্রত চৌধুরী বিভু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা। সভার শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন পংকজ ভট্টাচার্য্য এবং চন্ডী পাঠ করেন শংকর অধিকারী। শোভাযাত্রায় ইসকন, রাধাগোবিন্দ জিউড় আখড়া, গোপাল জিউড় আখড়া, শ্রীশ্রী মহাদেব ও শনি মন্দির, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘ, সনাতন বিদ্যার্থী সংসদ, শারদাঞ্জলি ফোরাম, হরি প্রচারণী সংঘ, সৎসঙ্গ, অখন্ডমন্ডলী, গোসাইনগর কালী মন্দির, মহানাম সেবক সংঘ, কৃষ্ণ দ্বৈপায়ন দেব মন্দির, শারদা সংঘ, হবিগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা ও ৯টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন আখড়া, মন্দির, ধর্মীয় সংগঠন ও অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহন করেন। এদিকে শান্তিপূর্ণ ভাবে আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অশোক রায় মঙ্গল ও সদস্য সচিব কাউন্সিলর গৌতম কুমার রায়।


     এই বিভাগের আরো খবর