,

বাহুবলে কালভার্টের নিচে মাটি না থাকায় জনদুর্ভোগ চরমে

বাহুবল প্রতিনিধি ॥ কোন ব্যক্তি বা গোষ্টি দ্বারা কোন কিছু করতে চাইলেও সম্ভব না হলে সাধারণত ‘পায়ের নিচে মাটি নেই’ এ কথাটি বলা হয়ে থাকে। এ কথাটি কোন ব্যক্তি বা গোষ্টির বেলায় নয়, লোকমুখে ভাসছে কালভার্টের অবস্থা নিয়ে। যেমনি ভাবে কারো পায়ের নিচে মাটি না থাকলে কিছুই করা সম্ভব হয়নি, তেমনি কালভার্ট থাকলেও তার নিচে মাটি না থাকায় সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারেনি। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে কালভার্ট নির্মাণ করা হলেও সংশ্লিষ্টদের খামখেয়ালীপনা আর উদাসিনতার কারণে তা ব্যবহার করতে পারছেন না কেউই। তাই জনচলাচলে মারাত্বক ভোগান্তি লেগেই আছে। বাহুবল উপজেলার ¯œানঘাট, অমৃতা, মুদাহরপুর গ্রামসহ বিভিন্ন এলাকা ঘোরে দেখা যায়, ছড়া ও নালা’র উপর বিপুল পরিমানের অর্থ খরচ করে কালভার্ট নির্মাণ করা হয়েছে। কিন্তু কালভার্টের নিচে মাটি না থাকায় বরাবরই জনদুর্ভোগ পোহাতে হয়েছে। কালভার্টটি ব্যবহার করতে পারলেই সরকারের ব্যায় করা অর্থ জনসাধারণের উপকারে আসতো। স্থানীয়রা ভিন্নমত পোষন করতে জানিয়েছেন, কালভার্ট নির্মানকারী ব্যক্তিরা অধিক লাভের আশায় তড়িগড়ি করে কাজ অসম্পূর্ণ রেখে অর্থ হাতিয়ে নিয়েছেন। সরকারের বিশ্বস্থ প্রতিষ্ঠান এসব বিষয়ে নজর দিলে হয়তো জনসাধারণ উপকার পেতে পারে বলেও অনেকেই মন্তব্য করেন।


     এই বিভাগের আরো খবর