,

নবীগঞ্জে প্রচন্ড গড়ম আর বিদ্যুতের বেলকি-বাজীতে শ্রমজীবি মানুষের ভোগান্তি

জসিম তালুকদার, নবীগঞ্জ থেকে: একদিকে বিদ্যুতের বেলকিবাজী আরেক দিকে গড়ম সব মিলিয়ে নবীগঞ্জ শহরে তীর্ব তাপ দাহে ও ভোগান্তিতে নবীগঞ্জের শ্রমজীবি মানুষ থেকে  শুরু করে জনসাধারন সবাই। তবে শ্রমজীবি মানুষের দূর্ভোগ চরমে। যারা দিন আনে দিন খায় সারাক্ষণ ঘরের বাহিরে কাছ করে তাদের তো দুভোগের শেষ নেই। গত কয়েকদিনের গড়মে শ্রমজীবী মানুষের কষ্ট আর হতাশার কোনও কমতি নেই। কষ্ট যতই হোক পেঠের টানে জীবিকার দাবীতে সব কষ্ট মুছন করে সকাল থেকে রাত পযন্ত এই গড়মে নির্ভীক ভাবে কাজ করে যাচ্ছে শ্রমজীবী মানুষরা। অসনীয় গড়মে রিক্সাচালক, রাজ মিস্ত্রি, গাড়ী চালক, ট্রাপিক পুলিশ, হকার, ফুটপাতের ব্যবসায়ীরা গড়মের মধ্যে কাজ করে যাচ্ছেন। এদিকে কৃষকরাও গড়মের কারনে মাঠে কাজ করতে পারচ্ছেন না। আজাদ মিয়া নামের এক কৃষকের কাছ থেকে জানা যায়, সকাল ৬ টা থেকে ৮ টা পযর্ন্ত ২ ঘন্টা কাজ করতে পারি এর বেশী কাজ করতে পারি না গড়মে মাথা ঘুরানি শুরু হয়। রিক্সা চালক সুমন গ্রামের কাগজ প্রতিনিধিকে জানান সারাদিনে ২০০/৩০০ টাকা রোজী হয়। গড়মের কারনে সাধারণ-মানুষ বাজারে আসতে পাড়ছে না। এ দিকে বাজারে মানুষ গ্রাম অঞ্চল থেকে না আসার কারনে ব্যবসায়ীরাও পড়েছেন ভোগান্তিতে। নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ আর্ট এর মালি সিরাজ ভাইকেও চরম গড়মে অসস্থিতে আছেন বলে লক্ষ করা যায়। আবার বাজারের অনেক ব্যবসায়ী বিদ্যুৎ ও চরম গড়মের তাপ সহ্য করতে না পেওে দোখানের বাইওে বসে বাতাস খেতেও দেখা যায়। এই অসনীয় গড়মে ঠান্টা পানীয় খাবার চাহিদা বেশী থাকার কারনে কাউকে ঠান্টা পানী বিক্রি করতে ও দেখা যায়। গরমে একটু স্বস্তি পেতে অনেকেই দাড়িয়ে ঠান্টা পানীয় পান করছেন।


     এই বিভাগের আরো খবর