,

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ড্রেনটি উন্মুক্ত, রাতের বেলায় বিপাকে রোগীরা

জসিম তালুকদার, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনের গহীন ড্রেনটি উন্মুক্ত। যার ফলে যে কোন সময় ঘটতে পারে অনাকাঙ্কিত ঘটনা। লক্ষ করা যায়  অনেকদিন ধরে এই গর্তটি ঢাকনা-বিহীন অবস্থায় পড়ে রয়েছে। এতে ঘটতে পারে যেকোনও সময় বড় ধরনের দূর্ঘটনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এর সামনে গর্তটি হওয়ায় অসুবিধা পোহাতে হচ্ছে হসপিটালে আসা সাধারণ রোগীদের। আবার মাঝে মধ্যে ড্রেন থেকে আসে খারাপ গন্দ যা আশ-পাশের পরিবেশ দুষন করছে। পথচারী যাতায়াতের ক্ষেত্রে অসাবধানতা বসত যেকোনও সময় গর্তে পড়ে যাওয়ার ভয় থাকে। রাস্তার পার্শে উন্মুক্ত এই ড্রেনটি অতিক্রম কওে চিকিৎসা নিতে হয়  সাধারণ রোগীদের রোগীদের। আর অনেক সময় লক্ষ করা যায় অনেক রোগী বা রোগীর স্বজনরা বেহুশী পনায় থাকেন আর যেকোনও সময় বেহুশীপনার কারনে পড়ে যেতে পারেন এ ময়লার ড্রেনে। অপর দিকে লক্ষ করা যায় সন্ধা পর হাসপাতালের সামনে কোন লাইট না থাকায়  রাস্তাটি অন্ধকার থাকে। এসময় অন্ধকারে পথ চলতে গিয়ে অনেকই ড্রেনে পওে আহত হন। যা কিনা যেকোনও সময় মরন ফাদে পরিনত হতে পারে। অনেক শিশু রয়েছে খেলাধুলা করতে গিয়ে পরে যেতে পারে ঢাকনাবীহিন গহীন ড্রেনে। হাসপাতালের কর্তৃপক্ষের  এরকম উদাসীনতা ও গাফলতির কারনে চরম বেপাকে পরতে পারেন যে কেউ। উক্ত ড্রেন/ময়লার কারখানাটি অনতি বিলম্বে ডেকে রাখার জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন স্থানীয়রা।


     এই বিভাগের আরো খবর