,

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

সময় ডেস্ক ॥ সফলভাবে শুরু হলো বাংলাদেশের প্রথম মহাকাশ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক কার্যক্রম। গতকাল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সমপ্রচারের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। খেলাটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। স্যাটেলাইটের সেবা নিয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করে। এদিকে স্যাটেলাইটের সিগন্যাল রিসিভ করতে দেশের আরো ১২টি টেলিভিশন চ্যানেলকে অনুমতি দেয়া হয়। প্রতিটি চ্যানেল স্যাটেলাইটের সিগন্যাল চমৎকারভাবে রিসিভি করেছে বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গতকাল বলেন, পরীক্ষামূলক কার্যক্রমে আমরা ভালোভাবে সফল হয়েছি। অন্য টেলিভিশন চ্যানেলগুলোর অভিজ্ঞতাও অসাধারণ। প্রত্যেকটি চ্যানেল স্যাটেলাইটের সংকেত ভালোভাবে রিসিভ করতে পেরেছে। ডিবিসি, এটিএন বাংলা, মাছরাঙা, বিজয় টিভি থেকে শুরু করে প্রত্যেকে ভালো অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি জানান, এই টুর্নামেন্টের সমপ্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সমপ্রচারের পর আমরা তা বিটিভিতে প্রচার করেছি। অক্টোবরের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন বিসিএসসিএল চেয়ারম্যান। উল্লেখ্য, গত ১২ই মে ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট।


     এই বিভাগের আরো খবর