,

হবিগঞ্জে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ঔষধ মূল্য তালিকা ও অগ্রীম রিপোর্ট রাখাসহ বিভিন্ন অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক। এর অধিকাংশেরই বৈধ কোন কাগজপত্র নেই। নেই কোন মূল্যের তালিকা। গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল রোগীদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে ইচ্ছা মাফিক অর্থ আদায় করছেন। বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে আসলে গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াছিন আরাফাত রানা জান্নাত আরা নিপা ও তাসলিমা শিমা মুক্তার নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দি জাপান বাংলাদেশ হসপিটালকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা, একই এলাকার দি নিউ লাইফ হাসাপতালকে একই অভিযোগে ১০ হাজার টাকা ও বহু আলোচিত হবিগঞ্জ প্রাইভেট হসপিটাল লিমিটেডকে অগ্রিম রিপোর্ট তৈরি করে রাখা ও ভূল রিপোর্টসহ বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় বেশ কিছু অগ্রিম রিপোর্ট জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন পেশকার সালাহ উদ্দিনসহ হবিগঞ্জ সদর থানা পুলিশ। সূত্র জানায়, হবিগঞ্জে ৫০ টিরও বেশি প্রাইভেট ক্লিনিক রয়েছে। এর অধিকাংশই মূল্য তালিকা ঝুলানো নেই। নেই কোন বৈধ কাগজপত্র। কিন্তু তারা দেদার্সে তাদের এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের ভূল রিপোর্টের কারণেই অনেকে অর্থনৈতিকা ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ছে। যদিও হাইকোর্টের নির্দেশ রয়েছে প্রতিটি ক্লিনিকে মূল্য তালিকা ঝুলিয়ে রাখা। কিন্তু এ আদেশ উপেক্ষা করে কোর্টস্টেশন এলাকায় লাইসেন্স বিহীন হাসপাতালগুলো ইচ্ছা মত তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্টেট জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর