,

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে সিএনজি ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৬

আশঙ্কাজনক ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তিস্থানীয়দের

অভিযোগ- হাইওয়ে পুলিশের ধাওয়াই দূর্ঘটনার কারণ

মতিউর রহমান মুন্না ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংর্ঘষে সুহেল মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত হয়েছেন আরো ৬ জন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল এলাকায়। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত সুহেল মিয়া উপজেলার শতক গ্রামের মৃত সুরুজ উল্লাহর পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে পানিউমদা থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা আউশকান্দির উদ্যোশে রওয়ানা দেয়। পথিমধ্যে সাতাইহাল খেলার মাঠের পাশে পৌছা মাত্রই সিএনজি অটোরিকশার চালক দেখতে পায় বিপরীত দিক থেকে শেরপুর হাইওয়ে পুলিশের গাড়ী আসছে। এ সময় ওই চালক আতংকিত হয়ে গাড়ী থামিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যেতে চাইলে তার পিছনে থাকা দ্রুত গতির একটি মোটরসাইল ধাক্কা দেয়। এতে সিএনজি ও মোটরসাইকেল ধুমড়ে মুছরে যায়। তখন সিএনজি অটোরিকশার যাত্রী শতক গ্রামের ধান ব্যবসায়ী কালা মিয়া ও সুহেল মিয়াসহ ৭ জন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুহেল মিয়া রাত ৯ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অপর আহতদের অবস্থা আশংখাজনক বলে জানাগেছে। তবে তাৎক্ষকনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে স্থানীয়দের অভিযোগ হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়েই এ দূর্ঘটনাটি ঘটে। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক জানান, নিয়মিত টহলে পানিউমদা যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে একটি সিএনজি অটোরিকশা দ্রুত গতিতে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সাথে সংর্ঘষ বাধে। এতে সিএনজির চালক, যাত্রীসহ ৭ জন আহত হন। আহতদের গুরুত্বর অবস্থায় পুলিশের ভ্যানে করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সুহেল মিয়া নামের এক লোক মারা যায়।


     এই বিভাগের আরো খবর