,

হবিগঞ্জে ডাকাতের চুরিকাঘাতে আহত ৫ ॥ দুই গ্রামে আতঙ্ক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়পুর ও উরগাঁওয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের চুরিকাঘাতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ওই দুই গ্রামে আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতরা জানান, উরগাঁও গ্রামের উসমান মিয়ার বাড়িতে ১০/১৫ জনের একদল মুখোশদারী ডাকাত হানা দেয় এবং এক ডাকাত কৌশলে দরজা খোলে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট ও যুবতীদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসীরা ধাওয়া করলে ডাকাতরা উসমান মিয়া (২৫) ও তার মা কে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে।  এই সুযোগে ঘরের থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। একই সাথে রায়পুর গ্রামের উমর আলীর বাড়িতে একই ভাবে ডাকাতির চেষ্টা চালায়। এক পর্যায়ে ডাকাতদের ছুরিকাঘাতে উমর আলী (৫০) গুরুতর আহত হয়। এ সময় ডাকাতরা উমর আলীর ঘরে থাকা গরু বিক্রির অর্ধ লক্ষ টাকা ও মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। এক পর্যায়ে তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। উসমানের অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন সদর হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, কয়েকদিন পূর্বেও ৫টি বাড়িতে এ ধরনের ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনার পর পর সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান ও এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে খোজ খবর নেন। এ ব্যাপারে তিনি জানান, দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত চলছে।


     এই বিভাগের আরো খবর