,

অবশেষে ৫ মিনিটে ৫ শত টাকায় ক্যান্সার শনাক্ত হবে

সময় ডেস্ক ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন অভাবনীয় প্রযুক্তির। রক্তের নমুনা পরীক্ষা করেই মাত্র ৫ মিনিটের মধ্যে ক্যান্সার শনাক্ত করতে পারবে এই প্রযুক্তি। আর এতে খরচ পড়বে রক্ত পরীক্ষার মতোই ৫ শত টাকা। আগামী এক বছরের ভেতরে মানুষ এই প্রযুক্তির সুফল পাবে। গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যুগান্তকারী এ উদ্ভাবন আমাদের দেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। যুগান্তকারী উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ইয়াসমীন হক যিনি গবেষক দলের প্রধান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, বিশ্বব্যাংকের প্রতিনিধি মুখলেসুর রহমান সহ অন্যান্যরা।


     এই বিভাগের আরো খবর