,

হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নির্বাচনে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের ২০১৮-১৯ সেশনের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ১৭টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম কহিনুরের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে গত মঙ্গলবার ২২ জন প্রার্থী তাদের
মনোনয়নপত্র সংগ্রহ করেন। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন অপু চৌধুরী, শাকিল চৌধুরী, জিয়া উদ্দিন দুলাল ও আবু হাসিব খান চৌধুরী পাবেল। সহ-সভাপতি ২টি পদে দিলার এলাহি সাজু ও মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে আখলাছ আহমেদ প্রিয়, কোষাধ্যক্ষ পদে মীর আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৈয়দ মশিউর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে এম সাজিদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মাহমুদুল হক সুজন এবং নির্বাহী সদস্য ৩টি পদে মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুর রউফ সেলিম, কেএমএ ওয়াহাব নাঈমী ও এমদাদুল হক সোহেল মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতি ও সদস্য পদে একাধিক প্রার্থী থাকায় এই দুটি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য পদের প্রার্থীদের সাথে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হওয়ার পথে। আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহারের সুযোগ রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম.এ মজিদ, কমিশনার রাসেল চৌধুরী ও আশরাফুল ইসলাম কহিনুর দায়িত্ব পালন করছেন।


     এই বিভাগের আরো খবর