,

নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার করগাঁও ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি সচিব নিলয় দাশের পরিচালনায় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন প্রধান নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম শুরু করেন। নির্বাচনে অংশ গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান পদে ৭নং করগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ সাইদুর রহমান (ফুটবল প্রতীক) ৬ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১, নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন ১নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান (টিবওয়েল প্রতীক) ৪ ভোট ও ২নং ওয়ার্ড সদস্য অলিউর রহমান (ঘুড়ি প্রতীক) ২ ভোট পান। ৮নং ওয়ার্ড সদস্য কালন দাশ বিনাপ্রতিদ্বন্ধিতায় প্যানেল চেয়ারম্যান-২ এবং ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছাঃ ওয়ারিছা বেগম প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন। উক্ত নির্বাচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল কদ্দুছ সাগরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে ঘীরে পুড়ো ইউনিয়ন জুড়ে প্রায় দুই সপ্তাহ ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছিল। উল্লেখ্য, প্রায় ১ বছর আগে করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মোঃ নূর মিয়া মারা যান। তিনি মারা যাওয়ার পর তার পদটি শূন্য হয়ে যায় এবং এর পর প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করার জন্য গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন।


     এই বিভাগের আরো খবর