,

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই -এড. সুলতান মাহমুদ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ বলেছেন, প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা যেমন ব্যাপক ও সুদূরপ্রসারী, তেমনি অর্থনৈতিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু। এটি একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি করে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায় পালন করে অসাধারণ ভূমিকা। গাছপালা মাটির উর্বরতা বাড়ায়, মাটির ক্ষয় রোধ করে এবং ঝড়-বৃষ্টি ও বন্যা প্রতিরোধে সহায়তা করে। গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক বৃক্ষ রোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চয়ন-এর পরিচালনায়  সভার শুরুতেই পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন, ট্রাস্ট এর অফিস সম্পাদক মো.ফয়েজ আহমদ, নাতে রাসূল (সা.)-পরিবেশন করেন, ট্রাস্ট এর সদস্য মোঃ আবু সুফিয়ান হারুন। এতে বিশেষ অতিথি ছিলেন,  কাজী মাওঃ এম.হাসান আলী, অধ্যক্ষ মাওঃ এম. এ নূর, নবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গুল আহমদ কাজল, ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান ছানু, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম, অধ্যাপক মাওঃ এম.এ জলিল, নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ আব্দুছ ছালাম, মাওঃ মোঃ আশিকুর রহমান, মোঃ আবু তাহের চৌধুরী,  মাওলানা মোঃ মোস্তাকিম বিল্লাহ আতিকী, উত্তরণ লেখক ফোরাম সিলেটের সভাপতি মাওঃ ইব্রাহীম ইউসুফ, মাওঃ ডা. মোঃ আবুল হোসাইন, মোঃ শাহজাহান খান, ইসমাইল মিয়া, আহমদ হোসেন চৌধুরী, শেখ এম মোজাহিদ আহমদ, আব্দুল বাসিদ, সোহাগ আহমদ, রাসেল আহমদ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক, শিক্ষার্থী ব্যাবসায়ী, পেশাজীবি, কবি ও সাহিত্যিক বৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর