,

নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিক্ষককে দিয়ে চালাচ্ছেন বাণিজ্য

উপবৃত্তির তালিকাভুক্ত ছাত্র-ছাত্রীর কাছ থেকে উৎকোচ গ্রহন

স্টাফ রিপোর্টার \ সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিচ্ছে তারা যেন উৎসাহ উদ্দিপনা পায়। কিন্তু ওই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রতিষ্টানের অধ্যক্ষের নির্দেশে তার সহকারী  উৎকোচ নেয়ার অভিযোগ  উঠেছে। এমন ঘটনা ঘটেছে নবীগঞ্জ সরকারী বিশ্ব বিদ্যালয় ডিগ্রি কলেজে। সুত্রে জানায়- ওই কলেজে প্রায় কয়েক শত ছাত্র-ছাত্রী উপবৃত্তির আওতায় রয়েছেন। এ বছর কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ এর নির্দেশে পদার্থ বিজ্ঞানের প্রভাষক রেজাউল আলম মনগড়া নতুন প্রজ্ঞাপন জারি করে উপবৃত্তির অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীর কাছ থেকে জনপ্রতি ১ শত টাকা উৎকোচ গ্রহন করেছেন। এতে ছাত্র-ছাত্রীর অভিভাকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর পিতা জানান, তার কাছে টাকা ছিল না। এর পর ও তিনি অন্যর কাছ থেকে ঋন করে তার মেয়ের হাতে ১ শত টাকা দিয়েছেন, যেন শিক্ষক মহোদয় খুশী থাকেন। এ ব্যাপারে জানতে চাইলে পদার্থ বিজ্ঞানের প্রভাষক ও উপবৃত্তি কমিটির আহবায়ক রেজাউল আলম জানান, আমার কাজ শুধু যাছাই-বাছাই করে দেয়া। আর উপবৃত্তির অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীর ফরম পূরণ ও স্ক্যান, ফটোকপি ও অন্যান্য কাজে কিছু খরচ হয়। তাই তাদের কাছ থেকে কিছু টাকা শিক্ষক নিতে পারেন। এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের মোবাইল ফোনে কল দিলে ও তিনি রিসিভ করেননি।


     এই বিভাগের আরো খবর