,

নবীগঞ্জে সরকারের খাস ভুমির ওপর স্থাপনা নির্মানের অভিযোগ

এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ

সংবাদদাতা : নবীগঞ্জে সরকার বাহাদুরের খাস খতিয়ানের ভুমির ওপর স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে শিক্ষক হরিপদ দাশ নামের এক প্রাইমারী স্কুল শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় তহসিল অফিসের লোকজন এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে স্থাপনা তৈরির প্রমান পেয়েছেন। সরকারের খাস খতিয়ানের ভুমির ওপর স্থাপনা নির্মান করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন। সুত্রে প্রকাশ, ওই উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই মৌজাস্থ, জেএল-৬৩, খতিয়ান ১, দাগ নং ৪১২ সরকারের খাস ভুমি। ওই ভুমির ওপর ক্ষমতার বাহাদুরি দেখিয়ে স্থাপনা নির্মান করছেন পাঞ্জারাই গ্রামের হরেন্দ্র দাশের পুত্র গুমগুমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিপদ দাশ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভসহ বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। ওই সংবাদটি স্থানীয় কাজিগঞ্জ তহসিল অফিসে জানানো হলে সহকারী তহসিলদার আতিকুর রহমান ও সেলিম আহমেদ ঘটনাস্থলে যান। এ ব্যাপারে জানতে চাইলে কাজীগঞ্জ তহসিল অফিসের ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মতিলাল নন্দী জানান, তার অফিসের সহকারী তহসিলদার আতিকুর রহমান ও সেলিম আহমেদ গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে, সহকারী তহসিলদার আতিকুর রহমান (আতিক) জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। হরিপদ নামের লোক সরকারের খাস ভুমিতে মন্দির নির্মাণ করেছেন। তদন্ত রিপোর্ট তৈরি করার প্রস্তÍতি নিচ্ছেন। অচিরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর