,

নবীগঞ্জে শিক্ষিকা সেলিনার বিরুদ্ধে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ

শিক্ষক এবার বক্ষক!

সংবাদদাতা \ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের বিরুদ্ধে ক্ষুদ্র মেরামত, ¯øীপের, প্রাক-প্রাথমিকের বরাদ্দকৃত টাকা, বিদ্যালয় প্রাঙ্গণের গাছ বিক্রি, জাল স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ইতিমধ্যে ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সকল সদস্যসহ এলাকার ৬৫ জন লোক স্বাক্ষরিত একটি অভিযোগ সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষিকা সেলিনা বেগম বিগত প্রায় ৮ বছর যাবত ওই স্কুলে যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। সরকারি বরাদ্দকৃত অনুদান  ক্ষুদ্র মেরামত, ¯øীপের, প্রাক-প্রাথমিকের টাকা, বিদ্যালয় প্রাঙ্গঁনের গাছ বিক্রি, মাসিক বিবরণী, বেতন বিল, উপবৃত্তি, চাহিদাপত্র, কেনাকাটা ভাউচারে সভাপতির স্বাক্ষর জাল করে ম্যানেজিং কমিটির সাথে কোন প্রকার যোগাযোগ না করে একক সিদ্ধান্তে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন। শিক্ষাদানে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সুষ্ঠ তদন্তক্রমে যথাযথ আইনানুগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, অন্যত্র বদলী করে নতুন প্রধান শিক্ষক নিয়োগ প্রদানের দাবী জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে ম্যানেজিং কমিটির সাথে ছলনার আশ্রয় নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের বিশাল আকৃতির ৪টি গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু বাস্তবে গাছটির মূল্য লক্ষাধিক টাকা হবে। ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থ বছরে ¯øীপের বরাদ্দকৃত প্রতিবছর ৪০ হাজার টাকা দুই বছরের ৮০ হাজার টাকার মধ্যে কিছু টাকা মনগড়া ব্যয় করে প্রায় অধিকাংশ টাকাই আত্মসাৎ করেছেন। ২০১৬-২০১৭ইং অর্থ বছরে ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত এক লক্ষ টাকা স্কুল ম্যানেজিং কমিটিকে অবগত না করে কাজের টাকা আত্মসাৎ করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক বরাদ্দকৃত টি আরের ২ টন চাল বিক্রি করে টাকা উত্তোলন করে ম্যানেজিং কমিটিকে হিসাব না দিয়ে মনগড়া ভাবে আংশিক টাকা ব্যয় করে বাকী টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া সরকারী বিভিন্ন দিবস সঠিকভাবে পালন করা হচ্ছে না, যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গøাস ফিটিং ছবি বাঁধাই করে টাঙ্গানো, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত থাকলেও প্রধান শিক্ষিকার অনিহার কারণে টাঙ্গানো হচ্ছে না। জাতীয় শোক দিবস পালনে ম্যানেজিং কমিটির সাথে পরামর্শ না করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এনিয়ে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, সিলেট বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগ তাহমিনা খাতুন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এড. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন-হাসান বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শৈলেন চন্দ্র দাশ ও স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্যসহ এলাকার ৬৫ জন লোক। এছাড়া সচিব, শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়, ঢাকা, মহা-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর-২ ঢাকা, জেলা প্রশাসক, হবিগঞ্জ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হবিগঞ্জ, জেলা দূর্নীতি দমন কর্মকর্তা, হবিগঞ্জ বরাবরে এর অনুলিপি দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর