,

যাত্রীদের মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা ধুলিয়াখাল সড়কে সিএনজি ও বাসের সংঘর্ষে মা-ছেলে নিহত

জুয়েল চৌধুরী/সজিব ইসলাম ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকসা দুমড়ে মুচড়ে গেছে। এতে মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে ওই সড়কের ধুলিয়াখাল আমতলী নামকস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। ঘন্টাব্যাপী ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। দুর্ঘটনার পর একদল দুর্বৃত্ত যাত্রীদের মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত চেয়ার কোচ (ঢাকা মেট্রো-ব ১৪৩৯) যাত্রী নিয়ে রওয়ানা দিলে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা যার (হবিগঞ্জ-থ-১১-১৯৪৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মা ছেলেসহ ২ জন নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন। গুরুতর আহত অবস্থায় বাস যাত্রী আলী আকবর (৩৫), আসাদুল করিম (৩০), শিটন (৫০), ইকবাল (৪৬), নুরুল হক (৪০), মহিবুর রহমান (১৮), মিজান (২০), ওবাদুল হক (১৮), জাহের আহমেদ (২৫), তুষার (৩০), মালেক (৫০), আকাশ (১৯), মিনা (৩০), আনোয়ারা খাতুন (৩০), জাহেদা (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সিএনজি চালক বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের রহমত আলী (৪০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ধারণা করছে নিহত মা-ছেলে সিলেটের গোয়ালাবাজার থেকে কাজ শেষে নিজ বাড়ি হবিগঞ্জে আসছিল। তবে তাদের নাম পাওয়া যায়নি। এব্যাপারে সদর এসআই ইব্রাহিম ও শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই দিগন্ত বাসের চালক পালিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত হিসেবে লাশ মর্গে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


     এই বিভাগের আরো খবর