,

আউশকান্দি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের হয়রানী মূলক মামলা । জনমনে ক্ষোভ

স্টাফ রিপোর্টার। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশের হয়রানীমূলক মামলা দায়েরে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সচেতন মহল অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদেরকে হয়রানী থেকে নিস্কৃতি দেওয়ার জন্য পুলিশের প্রতি আহবান জানালেও তাতে কোন কাজ হচ্ছে না। জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ নাজমূল মিয়া গং নেতাকর্মীদের বিরুদ্ধে গত ৫ জুলাই ২০১৫ইং নবীগঞ্জ থানার এস.আই গোলাম রসূল আইন শৃংখলা বিঘœকারী অপরাধ দ্রæত বিচার আইন সংশোধনী ২০১৪ এর ৪/৫ ধারায় ওই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে এস.আই গোলাম রসূল উল্লেখ করেন আসামীগণ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে সঙ্গে নিয়ে নতুন বাজার গোল চত্ত¡রে এসে সরকার বিরোধী শ্লোগান দিয়ে বক্তব্য দিতে থাকে। এ সময় আওয়ামীলীগের নেতা কর্মীদের বাজারে ঘোরা ফেরা করতে দেখে আসামীরা তাদের উপর আক্রমন শুরু করলে তাৎক্ষনিকভাবে আওয়ামীলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে এক রক্তক্ষয়ী সংঘর্ষেল শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃদু লাঠি চার্জ ও ফাকা গুলি বর্ষন করে এবং আসামীদেরকে আটক করে নবীগঞ্জ থানায় নিয়ে আসে। পুলিশ যে সকল আসামীদের গ্রেফতার করেছে তাদের বাড়ী নবীগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হলেও উপজেলা সদরের কোন নেতাকর্মীকে গ্রেফতার না করে কেবল আউশকান্দি এলাকার নেতাকর্মীদের গ্রেফতার করায় জনমনে গুঞ্জন সৃষ্টি হয়েছে রাজনৈতিক ভাবে হয়রানীর উদ্দেশ্যেই তাদের বিরুদ্ধে এ ধরণের মামলা দায়ের করা হয়েছে। উপজেলা সদরের কোন কর্মসূচী বাস্তবায়নে শহরের নেতা কমীরা অগ্রণী ভূমিকা রাখেন। আউশকান্দি থেকে ছুটে এসে শহরের আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়ানো কিছুতেই সম্ভব নয়। বর্তমান আওয়ামীলীগ সরকারের নবীগঞ্জ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের ইন্ধনেই হয়রানীমূলক মামলা দিয়ে আউশকান্দি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ নাজমূল মিয়াসহ বিএনপির নেতৃবৃন্দকে ক্ষতিগ্রস্থ করা হচ্ছে বলে বিএনপি’র নেতাকর্মীরা অভিযোগ করেছেন। তারা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে আরও অনেক মামলা দিয়ে সরকার হয়রানী করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।


     এই বিভাগের আরো খবর