,

নবীগঞ্জে সমবায় অফিস কর্তৃক ৫ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদদাতা \ নবীগঞ্জ উপজেলা সমবায় অফিস কর্তৃক আয়োজিত সমবায় উন্নয়ন তহবিল হতে সমবায় সমিতির সদস্যদের আয় বর্ধনমূলক প্রশিক্ষণ বিগত ১৬ সেপ্টম্বর হতে ২০ সেপ্টম্বর ১৮ইং পর্যন্ত ৫ দিনব্যাপী প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে। কোর্সে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা। প্রশিক্ষন চলাকালীন সময়ে সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক এস.এম তারিকুজ্জামান, জেলার সমবায় অফিসার সৈয়দ আহাম্মদ, সমবায়ীদের সাথে মতবিনিয় করেন। উপজেলার ৯টি সমবায় সমিতির ২৫ জন সদস্য উক্ত প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন হাসান। বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী। প্রধান অতিথি উন্নত সমাজ গঠনে ও প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সমবায়ী মনমানসিকতা নিয়ে কাজ করার আহবান জানিয়ে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন। প্রশিক্ষনের প্রধান কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম ও সহকারী কোর্স পরিচালক নয়ন মনি সরকার।


     এই বিভাগের আরো খবর