,

হবিগঞ্জের ভূয়া ডাক্তার সুনামগঞ্জে আটক

সংবাদদাতা \ হবিগঞ্জের ভূয়া ডাক্তারসহ তিন জনকে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আটক করা হয়েছে। পরে ওই তিন জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রধান ও পুলিশের হাতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। গতকাল বৃহস্পতিবার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চক বাজার এলাকা থেকে এক ভূয়া ডাক্তার ও তার সহযোগীকে এলাকাবাসী আটক করে সুনামগঞ্জ ড্রাগ সুপার সিকদার কামরুল ইসলাম ও অফিস সহকারী ফাহিম মিয়ার নিকট ধরিয়ে দেন পরে ড্রাগ সুপার আটককৃতদের
উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে নিয়ে আসেন। আটককৃত ভূয়া ডাক্তার হবিগঞ্জ সদর উপজেলার সার্কিট হাউজ রোড এলাকার ২৯নং বাসার অরেন্দ্র মহালদারের পুত্র অপু মহালদার (৩০)। তার সহযোগী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাপাড়া গ্রামের জহিরুল ইসলামের পুত্র আব্দুস ছালাম (২৮)। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ ভূয়া ডাক্তার অপু মহালদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আব্দুস ছালামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন। একই দিনে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাঁও গ্রামের মোশারফ হোসেনের পুত্র কামরুল ইসলাম (২৫) বাংলাবাজারে ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে এবং ব্যবসায়ীদের উপর হামলা করায় বাজারের ব্যবসায়ী সমিতির লোকজন তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস কামরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন।


     এই বিভাগের আরো খবর