,

পঞ্চায়েতি টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে কদুপুর গ্রামে ফের দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশাতিক

নিজস্ব প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার সিমান্তবর্তী বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামে পঞ্চায়েতি টাকা ভাগ বাটোয়ারা কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক গুরুত্বর আহত হয়েছে। টেটাবৃদ্ধ ৫ জনকে আশংকাজনক অবস্থায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে। সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের সাধারণ মানুষের জমাকৃত পঞ্চায়েতি টাকা নিয়ে মুছা মিয়া ও আরজু মিয়ার মধ্যে বাক-বিতন্ডা হয়। এসময় কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর তাদের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘন্টা সংঘর্ষ চলার পর উভয় পক্ষের অর্ধশতাধিক লোক গুরুত্বর আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ হাসাপাতালে নিয়ে আসলে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না নিয়ে এম্বুলেন্স যোগে টেটাবৃদ্ধ ৫ জন আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে চলে যান। অন্যান্য আহতের মধ্যে সজল মিয়া (৫৫), খলিল মিয়া (২০), সোহাগ মিয়া (২০), শান্ত (১৪), সালাম (৬০), জব্বার (৩৫), ইয়াকুব মিয়া (৩৫), মনজুর মিয়া(২৫), মহন মিয়া (৪০), রিহাদ(১৮), শরিফ (২২), সাজন (১৭), নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। অন্যান্য আহতরা বিভিন্ন ক্লিনিকে ও হবিগঞ্জ বানিয়াচং হাসাপাতালে চিকিৎসা নেয়ার খবর পাওয়া গেছে।


     এই বিভাগের আরো খবর