,

মাধবপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে শায়েস্তাগঞ্জের সৈয়দ সফিকুর রহমান ষষ্ট বারের মত সভাপতি নির্বাচিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভার ঐতিহ্যবাহী দাউদনগর গ্রামের সাহেব বাড়ির সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ নাজিবুর রহমান দ্বিতীয় জন্মদাতা সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সফিকুর রহমান (জহুর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ষষ্ট বারের মত সভাপতি হয়েছেন। জানা যায় গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গঁনে কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার শামসুন্নাহার সভাপতিত্বে ও বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সুবানের পরিচালনায় নির্বাচিত সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নির্বাচিত সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে সর্ব সম্মতি ক্রমে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সফিকুর রহমান (জহুর)কে সভাপতি নির্বচিত করা হয়। উল্লেখ্য তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের সাহেব বাড়ির শায়েস্তাগঞ্জ ইউপি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ অলিউর রহামানের ছোট ভাই। এছাড়া তিনির পিতা প্রয়াত সৈয়দ নজিবুর রহামান কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপি’র ৩ বারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।


     এই বিভাগের আরো খবর