,

হবিগঞ্জ পৌরসভার করমেলার আজ শেষ দিন

দ্বিতীয় দিনে ৭ লক্ষ ১৭ হাজার টাকা পৌরকর আদায়

নিজস্ব প্রতিনিধি \ হবিগঞ্জ পৌরসভার করমেলার দ্বিতীয় দিনে ৭ লক্ষ ১৭ হাজার টাকা পৌরকর আদায় হয়েছে। পানির বিল আদায় হয়েছে ৯৩ হাজার ৭ শ টাকা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরভবনের হলরুমে আয়োজিত ‘পানির বিল ও পৌরকর মেলা’য় করদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ৮টি বুথ ও একটি ব্যাংক বুথের মাধ্যমে পৌর এলাকার করদাতাগন পানির বিল ও পৌরকর প্রদান করেন। মঙ্গলবার প্রথম দিন সকালে মেয়র আলহাজ্ব জি.কে গউছ তিন দিনব্যাপী ‘পানির বিল ও পৌর করমেলা’ উদ্বোধন করেন। প্রথম দিন সরকারী ও বেসরকারী পৌরকর আদায় হয় ১১ লক্ষ, ৫৬ হাজার ৫ শ ২৪ টাকা। পানির বিল আদায় হয় ৯১ হাজার টাকা। বৃহস্পতিবার ৩ দিন ব্যাপী মেলার তৃতীয় ও শেষ দিন। মেয়র গউছ বলেন করমেলায় পৌরবাসীর উৎসাহ-উদ্দীপনা পৌরসভাকে এগিয়ে নিতে অনেক সহায়ক ভ‚মিকা পালন করবে। শেষ দিনে বাদ পড়া করদাতাগনকে মেলায় কর পরিশোধ করে ‘পানির বিল ও পৌরকর মেলা’কে সফল করার জন্য অনুরোধ জানান মেয়র গউছ।


     এই বিভাগের আরো খবর