,

ইনাতগঞ্জের শহিদুল ইসলাম ভুট্টো’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুদের টাকা পরিশোধে নিরীহ লোকদের হয়রানী

সংবাদদাতা: ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভ‚মিহীন) এর মৃত মনর উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম ভুট্টোর সুদ ও দাদনের টাকা পরিশোধ করতে না পেরে বাড়ী ছাড়া মানুষ দূর্বিসহ জীবন যাপন করছেন। সুদ বা দাদনের টাকার জন্য শহিদুল ইসলাম ভ‚ট্ট্্েরা তাদেরকে অত্যাচার করে আসছে। তার অত্যাচার থেকে বাচাঁর জন্য মানুষ অন্যত্র চলে গেছে। নির্যাতিত মানুষ তার অত্যাচার থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে সিলেটের ডিআইজি, র‌্যাব-৯, হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও দূর্নীতি দমন কমিশন, হবিগঞ্জ বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। মুরাদ আহমদ, আব্দুর নুর, সালেক উদ্দিক, সিরাজ, ভোশণ মিয়া, কাশেম, ছালেনুর ও আমুন গত বুধবার লিখিত আবেদনে উল্লেখ করেন, উল্লেখিত শহিদুল ইসলাম ভুট্টো একজন সুদখোর ও দাদন ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার মধ্যবিত্ত পরিবারের লোকজন বেশি সুদে টাকা নিয়ে বর্তমানে এলাকা ছাড়া। সে ভুক্তভোগিদের ভোগ দখলীয় ভুমি অন্যত্র বিক্রি করারও অনেক প্রমাণ আছে। গত এক বছর পূর্বে ইনাতগঞ্জের রাজনগর (ভ‚মিহীন) এর মৃত মটাই শব্দকরের পুত্র দিনেশ শব্দকর, সুধীর শব্দকরের পুত্র সুবোধ শব্দকর এর নিকট বেশি সুদে টাকা দিয়ে তাদের সরকারি লিজকৃত ভ‚মি নিজের দখলে নিয়ে অন্যত্র বিক্রি করে ফেলে। সে বেশি সুদে টাকা দিয়ে তাদের নিকট হতে তাদের স্বাক্ষরিত অলিখিত চেক নিয়ে টাকা দিত। টাকা দিতে দেরি হলে তাদের বাড়ি-ঘর জোর করে দখল করে নিত। এ ব্যাপারে এলাকার লোকজন অতিষ্ঠ। শহিদুল ইসলাম ভুট্টো কিছু লোক দিয়ে তার বাহিনী তৈরী করে রেখেছে। এ বাহিনী দ্বারা লোকজনকে যে কোন সময় শাসাতো। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকী দেয়। শহিদুল ইসলাম ভুট্টোর নিকট এলাকার বিভিন্ন লোকের ৫০/৬০টি স্বাক্ষরিত অলিখিত চেক রয়েছে। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত রফিক উল্লাহ’র পুত্র সানুর মিয়া ও তছই উল্লাহ’র পুত্র ফয়জুল হকের নিকট শহিদুল ইসলাম ভুট্টো সুদে টাকা দিলে কিছু দিন পূর্বে সানুর মিয়ার বসত ঘরে তালা মেরে চাবিখানা সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রঙবাহারের নিকট দিয়ে আসে। সানুর মিয়া তার ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আছে। আর ফয়জুল হক সুদের টাকা পরিশোধ করার চাপ সহ্য করতে না পেরে স্টোকে আক্রান্ত হয়ে মারা যান। আবেদনকারীরা সুদ ও দাদন ব্যবসায় জড়িত শহিদুল ইসলাম ভুট্টোকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর