,

জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশজুড়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে -নবীগঞ্জে সাড়ে ৪ কোটি ব্যয়ে দুইটি স্কুলে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি এড. কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নে ৩ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শুক্রবার সকালে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এর উদ্বোধন করেন। সভায় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এ ভবনের ১ম ও ৪র্থ তলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী, ২য় তলা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও ৩য় তলা সাবেক এমপি দেওয়ান ফরিদ গাজীর নামে নামকরণ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এমপি কেয়া চৌধুরী ইতিপূর্বে এ স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শহীদ মিনার নির্মাণ করে দিয়েছেন। এদিকে বিকেলে উপজেলার ১নং ইউনিয়নের চৌকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি কেয়া চৌধুরী। এছাড়া এমপি কেয়া চৌধুরী এ স্কুলে সোলার প্যানেল ও শহীদ মিনারও নির্মাণ করে দিয়েছেন। এসব উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন- জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশজুড়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে। জননেত্রীর কাছ থেকে বরাদ্দ নিয়ে এসে তৃণমূলের উন্নয়নে কাজ করছি। এতে করে নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে মসজিদ, রাস্তা, ব্রীজ, খাল খনন, শহীদ মিনার, স্কুল, কলেজ, মন্দিরের উন্নয়ন হয়েছে। নেত্রীর কাছ থেকে বরাদ্দ এনে ঘর নির্মাণ করে দিচ্ছি। বেকার নারীদেরকে প্রশিক্ষণ প্রদান করছি। সেলাই মেশিন দিয়েছি। দিয়েছি আর্থিক অনুদান। বাড়ি বাড়ি বায়োগ্যাস প্লান্ট নির্মাণ হয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করেছি। উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নারান চন্দ্র দাশের সভাপতিত্বে প্রধান শিক্ষক বিমল কান্তি দেব এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ ও সিলেট এর সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দে (মনা), স্থানীয় ইউপি চেয়ারম্যান সত্যজিত দাশ, ২নং বড়ভাকৈর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মেহের আলী মালদার, ২নং বড়ভাকৈর (পূর্ব) ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা, কীর্তি নারায়ন কলেজের অধ্যক্ষ ফয়জুর রব পনি, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মৌলদ হোসেন কাজল, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা হোসেন, নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ, ১নং ইউনিয়নের মহিলা আওয়ামীলীগ সভাপতি আভা রানী দাশ, বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য বাবু সুষেন তালুকদার, শিক্ষানুরাগী শচিন্দ্র দাশ, বিশিষ্ট মুরব্বি সুশীল মাষ্টার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ রফিক মিয়া, ইউপি তাতীলীগের সদস্য সচিব সুমন তালুকদারসহ ওই স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য এ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেন, ওই বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবনের মধ্যে একাডেমীক ভবন মুক্তিযোদ্ধা কামান্ডার মানিক চৌধুরী নাম, দ্বিতীয় তলা সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া নাম, এবং তৃতীয় তলা সাবেক সংসদ সদস্য ফরিদ গাজীর নাম করনের প্রস্তাব করেন।


     এই বিভাগের আরো খবর