,

খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনদু’টি ড্রেজার মেশিন আগুনে পুড়ালো ভ্রাম্যমাণ আদালত

আক্তার হোসেন \ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া খোয়াই নদীতে ব্রীজের দক্ষিণ দিক থেকে ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার মেশিন আগুনে পুড়ালো ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সাঁতরে পালিয়ে যায় চার বালু উত্তোলনকারী। গতকাল শুক্রবার বিকেলে খোয়াই নদীর মাছুলিয়া এলাকায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা ও সজিব কান্তি রুদ্র এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, দীর্ঘদিনর ধরে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে খোয়াই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে পাচার করছে। প্রশাসনের কাছে পৌছলে গতকাল ওই সময় ওই এলাকায় অভিযান চালালে উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে দুইটি ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে। অভিযানকালে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিল। অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর